স্পোর্টস ডেস্ক কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২- এ আর্জেন্টিনা দলকে শুভকামনা জানিয়ে জয়পুরহাটে সমর্থকদের কমিটি ঘোষণা করা হয়েছে। ‘আমরা বাঙালি, আমরা আর্জেটিনার ফুটবল খেলার ভক্ত’ এই স্লোগানে ৯জন উপদেষ্টাসহ ১২১ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিকালে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।
জেলা আর্জেটিনা সমর্থক পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম রাশেদ এবং সাধারণ সম্পাদক নাহিদ আনজুম হৃদয়।
রাশেদুল ইসলাম রাশেদ বলেন, বাংলাদেশ থেকে আর্জেন্টিনার জন্য যে পরিমাণ দোয়া আছে এবার অবশ্যই লিওনেল মেসি বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে। এটাই মেসির শেষ বিশ্বকাপ। আমরা জয়পুরহাট জেলা থেকে জানিয়ে দিতে চাই, জয়পুরহাটে যে পরিমাণ আর্জেন্টিনার সমর্থক, ভালোবাসা ও দোয়া রয়েছে। তাদের দোয়ার ফলেই অবশ্যই বিশ্বকাপ নিয়ে বিজয়ের বেশেই আর্জেন্টিনা দেশে ফিরবে।
দলের প্রতি শুভকামনা জানিয়ে জেলা আর্জেটিনা সমর্থক পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ আনজুম হৃদয় বলেন, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এটা। ২০১৪ সালে ফাইনালে উঠে আর্জেন্টিনা দলের যে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো ২০২২ এসে কাতার বিশ্বকাপে মেসির হাত ধরেই সেটা অর্জন সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
তিনি বলেন, বিগত ম্যাচগুলোতে আর্জেন্টিনাকে কেউ হারাতে পারেনি। তাতেই প্রমাণ হয় নতুন চমক দেখাবে আর্জেন্টিনা।
বীরের বাবার কাছ থেকে উপহার পেয়ে চোখে পানি চলে এসেছে, জন্মদিনে বুবলী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।