জুমবাংলা ডেস্ক : জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে গুলি করার সময় রিভলবার ও মোটরসাইকেলসহ রুবেল হোসেন (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আটক রুবেল ফরিদপুর সদর উপজেলার কৃষ্টপুর গ্রামের শাহাদাৎ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টা ৫ মিনিটে শামীম হোসেন স্থানীয় এক কাপড়ের দোকানে নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে শামীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান তিনি।
ঘটনার পরপরই উপস্থিত লোকজন ধাওয়া দিয়ে রুবেল হোসেনকে ধরে ফেলে এবং তার কাছ থেকে একটি রিভলবার ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল মনসুর জানান, রুবেলের চোখে আঘাত ও শরীরে মারধরের চিহ্ন রয়েছে, তবে গুরুতর নয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন বলেন, ‘স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে রুবেলকে আটক করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজনকে আটকের জন্য অভিযান চলছে।’
এদিকে ভুক্তভোগী ছাত্রনেতা শামীম হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, হাসপাতালের রেজিস্ট্রারে তার নাম রুবেল হোসেন লেখা থাকলেও স্থানীয় সংবাদকর্মীদের কাছে তিনি নিজের নাম কোয়েল হোসেন বলে পরিচয় দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।