জুমবাংলা ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে আজ (২৬ নভেম্বর) শতাধিক মোটরসাইকেল চালককে হেলমেট প্রদান করেছে ঢাকা জেলা পুলিশ।
দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় চালকদের হাতে হেলমেট তুলে দেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান, ঢাকা জেলা (দক্ষিন) ট্রাফিকের ওসি জাকির হোসেন ও স্টিল্থ স্টিল্থ ইন্ডাস্ট্রি লিমিটেডের হেড অব মার্কেটিং ইমরান হোসেন।
এসপি আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনা ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পড়া বাধ্যতামুলক। হেলমেট ব্যবহার না করলে ৩ হাজার টাকার মতো জরিমানা করা হয়। অথচ এক থেকে দেড় হাজার টাকার মধ্যে ভালোমানের হেলমেট পাওয়া যায়।’
তিনি বলেণ, ‘হেলমেটবিহীন চালকদের মূলতঃ সচেতন করতে জরিমানা না করে হেলমেট উপহার দিয়ে পুরস্কৃত করা হলো, যাতে ভবিষ্যতে তারা হেলমেট ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা ঘটলেও সেটার ঝুঁকি অনেক কম হবে।’
ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক বিভাগের আয়োজনে হেলমেটবিহীন চালকদের হেলমেট প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।