আন্তর্জাতিক ডেস্ক: ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে প্রায় ২০০ কোটি রুপি জরিমানা করেছে ভারত। ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে এই জরিমানা করেছে দেশটির কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)। খবর এনডিটিভি’র।
এক বিবৃতিতে কমিশন জানায়, ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অ্যামাজনের ২ বছর আগে যে চুক্তি হয়েছিল তা আপাতত স্থগিত থাকবে। ২০১৯ সালে ফিউচার গ্রুপ ও অ্যামাজনের মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে একাধিক ভুল ছিল। সেই চুক্তিতে তথ্যও গোপন করা হয়।
সিসিআই জরিমানা করলেও অ্যামাজনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। কোম্পানিটি বলছে, আপাতত কমিশনের রিপোর্ট খতিয়ে দেখবে এবং পরে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।