আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র বিষয়টি জানিয়েছেন।
বুধবার দুপুরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন শ্রীলঙ্কার চলমান অস্থিরতা নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য দিয়েছে।
আজ সকালে সেনার বিমানে করে কলম্বো ছেড়ে মালদ্বীপে চলে গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। মালেতে সরকারি কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। তারপর পুলিশ তাকে অজানা গন্তব্যে নিয়ে গেছে।
এদিকে, রাজধানীর ফ্লাওয়ার রোডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, আজকে রাজধানীর চারপাশে বিক্ষোভকারীরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে আসছে। এ সময় তারা গোতাবায়া সরকারবিরোধী বিভিন্ন স্লোগান এবং বক্তব্য দিচ্ছেন।
হাজার হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে তার কলম্বোর ফ্লাওয়ার রোডের সরকারি কার্যালয়ের দিকে যাচ্ছেন। বিক্ষোভের কেন্দ্রস্থল গলে ফেস গ্রিন পার্ক থেকে হাঁটা রাস্তায় ২০ মিনিটের দূরত্বে প্রধানমন্ত্রী কার্যালয় অবস্থিত।
শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রি দখলে নেওয়ার পর প্রধানমন্ত্রীর বাসভবনেও আক্রমণ করেছিল। তখন রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তিনি পদত্যাগ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।