স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে সফরকারী বাংলাদেশ। রোববার (১০ নভেম্বর) শেষ ও ফাইনাল ম্যাচে শুরুতে দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত ২০ রানে হেরে সিরিজ হারে টাইগাররা।
টি-টোয়েন্টি সিরিজ শেষে সোমবার দেশের বিমান ধরবেন টি-টোয়েন্টি স্কোয়াডের খেলোয়াড়রা।
তবে টেস্ট স্কোয়াডে থাকলেও জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে জানিয়েছেন, পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন মোসাদ্দেক। মোসাদ্দেকসহ মোট ৮ জন ক্রিকেটার সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টায় নাগপুর ছাড়বেন দিল্লির উদ্দেশে। সেখান থেকে খেলোয়াড়রা পৌঁছবেন বাংলাদেশে।
ওই আট ক্রিকেটার হলেন- মোসাদ্দেক, নাঈম শেখ, আফিফ হোসেন, আরাফাত সানী, আবু হায়দার রনি, শফিউল ইসলাম, সৌম্য সরকার ও আমিনুল ইসলাম বিপ্লব।
টি-টোয়েন্টিতে দুটি ম্যাচে ভালো কাটেনি মোসাদ্দেকের। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। বল হাতে ৮ রানে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে ৭ রানে অপরাজিত থাকলেও দলের প্রয়োজন মেটাতে পারেননি। বোলিংয়ে ১ ওভারেই দিয়েছিলেন ২১ রান। তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে খেলানো হয়নি। বলা হয়, কুঁচকির চোটে বিশ্রামে রাখা হয়েছে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।