খাদেমুল ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় রোড শো” শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু চত্বরে বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদের (এমকেপি) উদ্দোগে এই কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তুজা ইসলাম, কাউন্সিলর আব্দুল মান্নান, মানব কল্যাণ পরিষদের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াছিন আলী, ফিল্ড ফ্যাসিলেটেটর নিহারঞ্জন ভট্টাচার্য, লিটন ইসলাম ও গৌরব কুমার দাস প্রমুখ।
মেয়র বলেন, তথ্য পাওয়া নাগরিকের অধিকার। এজন্য আপনাদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। পরে তিনি তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে আলোচনা করেন। নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় নেটজ বাংলাদেশের সহযোগিতায় জলঢাকা উপজেলা জুড়ে এই রোড শো পরিচালিত হচ্ছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel