জুমবাংলা ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ দুপুরে ঢাকার পূর্বাচলে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় জলসিঁড়ি পাবলিক স্কুল ও কলেজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিদ্যালয়টিকে একটি বাস উপহার প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, কোয়াটার মাস্টার জেনারেল, জিওসি লজিস্টিকস এরিয়াসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৬২টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে ৬২তম এ প্রতিষ্ঠানটি ১৩৫ কাঠা জমির উপর নির্মিত ৯৫০০০ স্কয়ার ফিটের ৭ তলা বিশিষ্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের ধারণ ক্ষমতা ২০০০ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি জলসিঁড়ি পাবলিক স্কুল ও কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। এ প্রতিষ্ঠানটি একটি মাইলফলক হিসেবে জলসিঁড়ি আবাসন ও রাজউক পূর্বাচলসহ পার্শ্ববর্তী এলাকায় শিক্ষা সম্প্রসারণে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।