Advertisement
জুমবাংলা ডেস্ক : সেনকাকু দ্বীপ নিয়ে চীন এবং জাপানের মধ্যে বিরোধ বেশ পুরোনো। দুই দেশই এ দ্বীপের মালিকানা দাবি করে।
এই দ্বীপের জলসীমায় প্রবেশ করা চীনের দুটি টহল জাহাজকে সতর্ক করেছে জাপান। রবিবার (১১ অক্টোবর) চীনের নৌবাহিনীর টহল জাহাজ দুটি জাপানের জলসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ ওঠে। খবর এএনআইয়ের।
জাপানের কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, জাপানের একটি মাছ ধরার নৌকার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল চীনের টহল জাহাজগুলো।
কর্তৃপক্ষ জানায়, জাপানের জলসীমার ঠিক বাইরে যে তিনটি চীনা নৌযান চলাচল করছিল তাদের মধ্যে দুটি রবিবার সকাল ১১টার আগে তাইশো দ্বীপে প্রবেশ করে।
দুপুর ৩টা পর্যন্ত চীনের জাহাজ দুটি জাপানের জলসীমায় ছিল। পরে জাপানের কোস্টগার্ড চীনের টহল জাহাজগুলোকে অবিলম্বে জাপানের জলসীমা ছেড়ে যেতে বলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।