Advertisement
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণের লক্ষ্যে সারা দেশের সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, যা ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে।
নিষেধাজ্ঞার সময়ে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, বিনিময় বা মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।
আইন অমান্য করলে ১ থেকে ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
প্রতিবছরের মতো এবারও সরকার এই সময়ে ‘জাটকা রক্ষা কার্যক্রম’ পরিচালনা করবে, যাতে দেশে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



