আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ‘সামরিক-জৈবিক তৎপরতা’ নিয়ে তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তারা নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক-জৈবিক কর্মকাণ্ডের বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্ত শুরুর জন্য রুশ ফেডারেশনের কাছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করা ছাড়া কোনও উপায় ছিল না।’
এদিকে ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া শুরু হয়েছে। এই মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের শক্তি প্রদর্শনে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের একাধিক অনুশীলনের মহড়া পর্যবেক্ষণ করেন তিনি।
‘পশ্চিমা শত্রুরা’ যদি রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালায় সেক্ষেত্রে মস্কো কীভাবে প্রতিক্রিয়া দেখাবে মূলত সেটি নিয়েই এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।