জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকসহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশন শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. ইউনূস। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অবদান নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস আশ্বাস দেন, আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনগুলোর একটি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আলবানিজ বাংলাদেশি কমিউনিটির অবদান স্মরণ করে জানান, তিনি নিজ এলাকায় এ কমিউনিটির কার্যক্রম প্রত্যক্ষ করেছেন।
পরে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় গুরুত্ব পায় স্বাস্থ্যবীমা ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তৃত করা, বিশেষত গ্লোবাল সাউথে। ড. ইউনূস মাতৃস্বাস্থ্যে ঋণপ্রাপ্তির সুযোগ, ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষা ও সামাজিক ব্যবসা মডেলে ওষুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, সামাজিক ব্যবসায় পরিচালিত ওষুধ কারখানার টিকা সবসময় সাশ্রয়ী থাকবে।
এই বৈঠকে রানী ম্যাক্সিমার সঙ্গে ছিলেন যুবরাজ্ঞী ক্যাথারিনা-আমালিয়া। ড. ইউনূস বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রানীকে।
এ ছাড়া ড. ইউনূস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস আধানোম গেব্রেইয়েসুসের সঙ্গে বৈশ্বিক স্বাস্থ্য অগ্রাধিকারের বিষয়ে মতবিনিময় করেন। দিনের পরবর্তী সময়ে তিনি অংশ নেন দুটি অনুষ্ঠানে—‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ এবং সামাজিক উদ্ভাবনে সরকারি–বেসরকারি সহযোগিতা বিষয়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।