নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বিজ্ঞান অনুরাগীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।
আজ (৯ জুন) সকালে রাজশাহী কোর্ট একাডেমিত চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলী।
‘ইন্টারনেট আসক্তির ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন মেলায় বসেছে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৭২টি স্টল। সেখানে শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মেলা চলবে আগামী ১০ জুন পর্যন্ত।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ ও জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন।
জেলা শিশু একাডেমির শিক্ষক আব্দুর রোকন মাসুমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বাবু।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুজ্জামান বেল্টু এবং নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নানসহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যমকর্মী।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টারনেটের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু এটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। ছোটবেলা থেকে শিশুরা ইন্টারনেটে আসক্তি হয়ে যেন না পড়ে সে ব্যাপার অভিভাবক ও শিক্ষকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। তাদের এ ব্যাপারে কাউন্সিলিং করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।