জুমবাংলা ডেস্ক : জাতীয় ঈদগাহে ঈদের নামাজের জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহ ময়দানে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার (১০ আগস্ট) ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, ঈদগাহে জায়নামাজ এবং ছাতা ছাড়া কোন কিছু সঙ্গে নিয়ে আসা যাবে না। ঈদ জামাতে আসা মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আব্দুল গনি রোড, দোয়েল চত্বর এবং মৎস ভবন মোড়ে ব্যারিকেড থাকবে। ব্যারিকেডের ভেতরে ভিভিআইপি ছাড়া কোন গাড়ি চলাচল করতে পারবে না। এছাড়া ঈদ জামাতকে ঘিরে পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, বাইতুল মোকাররম ও জাতীয় ঈদগাহ ময়দান পুরোটাই সিসিটিভির আওতায় থাকবে এবং এর আন্তঃবেষ্টনী, বহিঃবেষ্টনী, ব্যারিকেড ব্যবস্থাপনা পোশাকে এবং সাদা পোশাকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, সাদা পোশাকে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা থাকবে। আমাদের পারস্পারিক সমন্বয়ের মধ্যে দিয়েই নিরাপত্তাটা সুনিশ্চিত করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


