স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ীরা জাতীয় দলের হয়েও বিশ্বকাপ জয় করবে। এমন স্বপ্ন দেখছে বিসিবি। তবে বয়সভিত্তিক দলের এ অর্জন জাতীয় দলে টেনে নিতে আকবর-শরিফুলদের আরো বেশি সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছে বোর্ড।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মনে করেন, যুবাদের বিশ্বকাপ জয় জাতীয় দলকেও অনুপ্রাণিত করবে।
যুবারা বিশ্ব জয় করেছে। বিশ্বকে দেখিয়েছে, আমরাও পারি। তবে এটা যে গল্পের শুরু। লাল সবুজের এ সাফল্য পূর্ণতা পাবে জাতীয় দলও যদি বিশ্বজয় করে। তবে যুবারা যে পথ দেখিয়েছে তাতে বিসিবির স্বপ্নে রং ছড়িয়েছে। সাহস বেড়েছে। এখন তাই বলাই যায়, আকবর, শরিফুলরা যখন বাংলাদেশের দায়িত্ব নেবে। তখন স্বপ্নরাও ধরা দেবে।
এ প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, তারা প্রমাণ করেছে যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। এদের যদি গাইড করা যায় এরাই একদিন বিশ্ব জয় করবে।
বয়সভিত্তিক দলে অনেকেই সম্ভাবনা তৈরি করেন। সেটা ধরে রাখতে না পেরে অনেকেই আবার পথ হারান। বিসিবি এবার সতর্ক।
আজকের সাফল্য রাতারাতি আসেনি। বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের তুলে আনে বিসিবি’র জুনিয়র নির্বাচকরা।
আকরাম আরো বলেন, নির্বাচকরা অনেক কষ্ট করেন। তারা জেলায় জেলায় গিয়ে খেলোয়াড় বাছাই করেন।
যুবাদের সাফল্যে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।