কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যৌথভাবে দুই হাজার গাছের চারা রোপন করেছে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ এবং উপজেলা আওয়ামী যুবলীগ।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেহগনি গাছের চারা রোপনের মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবু, মোছাঃ শাপলা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মিনহাজুল ইসলাম।
এর আগে জুম লাইভের মাধ্যমে উপজেলার ৮১টি ওয়ার্ডের যুবলীগ নেতৃবৃন্দের সাথে কথা বলে বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে কথা বলেন আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক পাইলট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।