এক শতকেই কত ইতিহাস লেখা হলো! পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম গতকাল সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেটের অন্যতম ধ্রুপদী এক ইনিংসের। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান খেললেন পরিসংখ্যান আর রেকর্ড পালটে দেয়া এক ইনিংস। ইংল্যান্ডের বোলারদের হতাশ করে ব্যক্তিগত অ্যাকাউন্টে যোগ করেছেন ১৭৭ রান।
নিজ দেশের ক্রিকেট ইতিহাসে ইব্রাহিম জাদরানের এই ইনিংসই এখন সর্বোচ্চ। আগেরটাও অবশ্য তারই ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি নিজের করে নিয়েছেন তিনি। এমন এক ইনিংস খেলে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে আফগানিস্তানের স্কোর ৩০০ ছাড়াতে সাহায্য করেছেন এই ব্যাটার।
তবে এখানেই থামছে না তার মহাকাব্যিক ইনিংসের মাহাত্ম্য। আইসিসি ইভেন্টে কপিল দেবের গড়া ৪২ বছরের পুরাতন রেকর্ডটাও গতকাল নিজের করে নিয়েছেন আফগানিস্তানের এই ব্যাটার। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রানের ইনিংদ খেলেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এতদিন পর্যন্ত সেটাই ছিল সবচেয়ে কম বয়সে আইসিসি ইভেন্টে ১৫০ ছাড়ানো ইনিংস।
কপিল দেব ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ২৪ বছর ১৬৩ দিনে। গতকাল ইব্রাহিম জাদরান যখন ১৭৭ করেছেন তখন তার বয়স মোটে ২৩ বছর ৭৬ দিন। ইব্রাহিম জাদরান গতকাল পেছনে ফেলেছেন ২৫ বছর ৯৫ দিনে ইমরান নাজিরের ১৬০ রানের ইনিংসটাও। ২০০৭ বিশ্বকাপে কিংস্টনে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন পাকিস্তানের ইমরান নাজির।
তবে এদিন এশিয়ানদের মধ্যে আইসিসি ইভেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলা হয়নি ইব্রাহিম জাদরানের। টন্টনে ১৯৯৯ সালে সৌরভ গাঙ্গুলির ইনিংসটা এখন পর্যন্ত শীর্ষেই থেকে গেল। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে সেদিন সৌরভ খেলেছিলেন ১৮৩ রানের ইনিংস। গতকাল ইব্রাহিম জাদরান থামলেন কেবল ৬ রান আগে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।