জানাজায় অংশ নেয়া নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপি নেতার বাবার জানাজায় অংশ নেয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের ৮জন। রোববার (৬ অক্টোবর) দুপুর ও বিকেলে উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে।

জানা যায়, রোববার উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজার রহমান মুকুলের বাবার জানাজায় অংশ নিতে যায় বিএনপি নেতাকর্মীরা। জানাজায় অংশ নেয়া নিয়ে উপজেলার নাওডাঙা পুলেরপাড় এলাকায় নজির হোসেন ও আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা শহরের উমেশ চন্দ্র ক্লাব ঘরটি দখলে নেয় উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের সমর্থকরা। ওই ঘরে সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন তারা।

নজির হোসেনের সমর্থকরা অভিযোগ, কার্যালয়ে অবস্থান করা অবস্থায় আব্দুল মান্নান গ্রুপের কয়েকজন নেতাকর্মী বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায় এবং উপজেলার দলীয় কার্যালয়টি ভাঙচুর করে। এতে তাদের ৩ জন নেতাকর্মী আহত হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন,‘সভাপতি নজির হোসেনের সমর্থকরা অতর্কিতভাবে পার্টি অফিস ভাঙচুর করেছে। তারা প্রথমে আমাদের নেতাকর্মীকে ঘরের ভেতর আটক করে রাখে। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। তাদের মারপিটে ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।