ধরুন, আমি জানালার কাচের সামনে দাঁড়ালাম। কী দেখছি? বাইরে একচিলতে সবুজ। ফুলবাগান। আর ওপরে নীল আকাশ। হালকা মেঘ। সব স্বচ্ছ। ঝকঝকে, সুন্দর, তা–ই নয়? এবার ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকাই। সামনে নিজেকেই দেখছি। সুন্দর ফুটফুটে, হাসিমুখ।
আয়নার কাচ ভেদ করে পেছনের কিছুই কিন্তু দেখছি না। এই হলো তফাত। জানালার সাধারণ কাচ এতই স্বচ্ছ যে এর ভেতর দিয়ে বাইরের সবকিছু পরিষ্কার দেখা যায়। আর আয়নার কাচে সবকিছু প্রতিফলিত হয়ে ফিরে আসে।
এখন খটকা লাগছে, জানালার কাচ আর আয়নার কাচ কি একই বস্তু, নাকি আলাদা? এখানেই হলো প্রশ্নের অভিনবত্ব। দুটিই যখন কাচের তৈরি, নিশ্চয়ই একই হবে। তাহলে প্রশ্ন, যদি একই হবে, তাহলে দুই রকম দেখা যাবে কেন?
এটা জানার জন্য বলছি, জানালার কাচের এক পিঠে যদি প্রতিফলন ঘটাতে পারে, এ রকম কোনো উপাদানের পালিশ লাগিয়ে দিতে পারি, তাহলেই সেটা আয়না হয়ে যাবে। কারণ, সাধারণ কাচের বিপরীত পিঠে প্রতিফলনের গুণসম্পন্ন উপাদানের পালিশ লাগানো হয়েছে।
তাই ওই কাচের দিকে তাকালে নিজের চেহারাটাই দেখা যায়, আয়নার পেছনের কিছু দেখা সম্ভব হয় না। প্রতিফলনের জন্য সাধারণ কাচের এক পিঠে হালকা একপরত সিলভার নাইট্রেট বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়। এটাই প্রতিফলন ঘটায়। আর সাধারণ কাচ হলো সোডা, পটাশ ও লাইমের মিশ্রণের সঙ্গে গলিত বালু মিশিয়ে তৈরি স্বচ্ছ, কঠিন পদার্থ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।