আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত এক হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার।
ভাইরাসটিকে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪২ জনের, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। কেবল হুবেইপ্রদেশে মৃত্যু হয়েছে ২৪২ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ভাইরাসটি কোভিড-১৯ নামে নামকরণ করেছে।
বিশ্বের অন্তত ২৮ দেশে এই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ফলে ক্রমেই আতঙ্ক বেড়ে চলেছে।
কোয়ারেন্টাইনে (আলাদা করে রাখা) থাকা জাপানের প্রমোদতরীর যাত্রীদের মধ্যেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। নতুন করে ৩৯ জন এতে আক্রান্ত হওয়ায় জাহাজটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪ জনে।
এদিকে নতুন ধরনের উপসর্গ নিয়ে প্রাণঘাতী হওয়া এই রোগটির নাম দেয়া হয়েছে কোভিড-১৯। মঙ্গলবার ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানম গণমাধ্যমে এই নতুন নাম ঘোষণা করেন।
পাশাপাশি ১৮ মাসের মধ্যে এই ভাইরাসের প্রতিষেধক তৈরির কথাও জানান তিনি। জেনেভায় আয়োজিত সম্মেলনে ডব্লিউএইচও প্রধান আরও জানান, এই ভাইরাস এতটাই শক্তিশালী যে এর পরিণাম সন্ত্রাসী কার্যক্রমের চেয়েও ভয়ানক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



