বিনোদন ডেস্ক : সুশান্ত সিংহ রাজপুতের র’হস্যমৃ’ত্যুতে বার বার ভেসে উঠছে তার বেশ কয়েক জন বন্ধুর নাম। তাদের মধ্যে এক জন সিদ্ধার্থ পিঠানি। গত ১৪ জুন দুপুরে সুশান্তের ঝুলন্ত দেহ উ’দ্ধার হয় মুম্বাইয়ে তার নিজের বাড়িতে।
সে সময় তার একজন বন্ধুও ওই বাড়িতে ছিলেন। তিনি সিদ্ধার্থ পিঠানি।গত কয়েক মাস ধরে সুশান্তের বাড়িতেই থাকছিলেন তার বন্ধু তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ। সুশান্তের মৃ’ত্যুর’হস্যে তার সঙ্গে কথা বলেছে পু’লিশ।
ত’দন্তে জানা গিয়েছে, সিদ্ধার্থের সঙ্গে সুশান্তর বান্ধবী রিয়ার স’ম্পর্ক ভালো ছিল না।পু’লিশ সূত্রে খবর, সুশান্তের বাড়িতে যে সিদ্ধার্থ ছিলেন, তা-ও নাকি মেনে নিতে পারতেন না রিয়া।
তিনি বার বার সুশান্তের উপর চাপ সৃষ্টি করতেন। যাতে সিদ্ধার্থ তার নিজের বাড়িতে চলে যান। কিন্তু রিয়ার এই প্রস্তাবে রাজি ছিলেন না সুশান্ত।
পু’লিশকে রিয়া জানিয়েছেন, তার সঙ্গে সুশান্তের শেষ বার যে ঝগড়া হয়েছিল, সেই বিবাদেরও কেন্দ্রে ছিলেন সিদ্ধার্থ-ই। সুশান্তের ম্ত্যৃুর পরে সিদ্ধার্থ-রিয়াকে একসঙ্গে দেখাও যায়নি বিশেষ।
কিন্তু সত্যিই কি সিদ্ধার্থ-রিয়া স’ম্পর্ক তিক্ত ছিল? রিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু সে কথা বলছে না। সেখানে রিয়া ছবি দিয়েছেন। নীচে লেখা, সে ছবি তুলেছেন সিদ্ধার্থ পিঠানি। সেখানে তিনি সিদ্ধার্থকে নিজের প্রিয় আলোকচিত্রী বলেও উল্লেখ করেছেন!শুধু স্টিল ছবি-ই নয়।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন রিয়া। লকডাউনে বাড়িতে কী’ করে চুলের যত্ন নেওয়া যায়, তার ভিডিও। সেটাও নাকি ক্যামেরাব’ন্দি করেন সিদ্ধার্থই।ইনস্টাগ্রামে রিয়ার শেয়ার করা ছবি ও ভিডিওর বেশির ভাগই লেন্সব’ন্দি করেছেন সিদ্ধার্থ।
প্রতিবার আপলোড করার সময় নিজেই সিদ্ধার্থের নাম উল্লেখ করেছেন রিয়া। যেভাবে সোশ্যাল মিডিয়ায় বন্ধুরা ছবি তুললে তাদের নাম উল্লেখ করেন সবাই, ঠিক সেভাবে। সব মিলিয়ে রিয়ার ইনস্টাগ্রাম দেখে আপাতভাবে এ কথাই মনে হয়, তার এবং সিদ্ধার্থের মধ্যে বন্ধুত্বপূর্ণ স’ম্পর্ক ছিল।
প্রশ্ন উঠছে, তা হলে কোনটা সত্যি? স’ম্পর্কে তিক্ততা থাকলে একের পর এক রিয়ার ছবি কেনো তুললেন সিদ্ধার্থ?সেই ছবি এবং ভিডিয়ো যে রিয়া পছন্দ করতেন, সে কথা বলছে তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলই।
যথেষ্ট গুরুত্ব দিয়ে, ইমোজি বসিয়ে তিনি শেয়ার করেছেন সিদ্ধার্থের তোলা ছবি ও ভিডিও।পাশাপাশি, সুশান্তের মৃ’ত্যুতে কাঠগড়ায় বলিউডের স্বজনপোষণও। এই ম’র্মে উঠে আসছে বেশ কিছু নাম।
পু’লিশ এবার কথা বলবে আদিত্য চোপড়ার সঙ্গে। যশরাজ ফিল্মসের ‘পানি’ ছবিতে অ’ভিনয় করবেন বলে সুশান্তকে বেশ কিছু ছবিতে অ’ভিনয়ের সুযোগ হারাতে হয়। এই ছবি পরিচালনা করার কথা ছিল শেখর কাপুরের।
পাশাপাশি, সুশান্তের মৃ’ত্যুতে কাঠগড়ায় বলিউডের স্বজনপোষণও। এই ম’র্মে উঠে আসছে বেশ কিছু নাম। পু’লিশ এবার কথা বলবে আদিত্য চোপড়ার সঙ্গে। যশরাজ ফিল্মসের ‘পানি’ ছবিতে অ’ভিনয় করবেন বলে সুশান্তকে বেশ কিছু ছবিতে অ’ভিনয়ের সুযোগ হারাতে হয়। এই ছবি পরিচালনা করার কথা ছিল শেখর কাপুরের।
প্রি-প্রোডাকশনের কাজ অনেক দূর এগোলেও শেষ অবধি ‘পানি’ ছবির শুটিং হয়নি। কেন হয়নি, সে নিয়ে আদিত্য চোপড়া ও শেখর কাপুরকে জিজ্ঞাসাবাদ করবে পু’লিশ।যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের চুক্তি ছিল যে, প্রথম ছবি সফল হলে দ্বিতীয় ছবিতে তার পারিশ্রমিক হবে ৬০ লাখ।
সেটা হিট হলে তৃতীয় ছবিতে পারিশ্রমিক পাবেন ১ কোটি। কিন্তু দ্বিতীয় ছবি ‘ব্যোমকেশ বক্সী’তেই সুশান্ত সিংহ রাজপুতকে ১ কোটি টাকা দেয়া হয়।
পু’লিশ সূত্রে খবর, এর কারণ বা ব্যাখ্যা কোনোটাই দিতে পারেননি প্রযোজনা সংস্থার সঙ্গে যু’ক্ত কর্মীরা।কেন সে রকম করা হয়েছিল, যশরাজ ফিল্মসের কাছে পু’লিশ এ বার জানতে চাইবে। ইন্ডাস্ট্রিতে সুশান্ত কতটা কোণঠাসা হয়েছিলেন, তার হদিশ পেতে চাইছেন ত’দন্তকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



