গত মাসে প্রবাসী যোদ্ধারা মোট রেমিটেন্স পাঠিয়েছে 218 কোটি 52 লাখ মার্কিন ডলার। বর্তমানে প্রতি ডলার ১২২ টাকা করে বিক্রি করা হচ্ছে। সে হিসেবে দেশীয় মুদ্রায় তা হয় ২৬ হাজার ৬৫৯ কোটি ৪৪ লাখ টাকা। যদি গড় হিসাব করা হয় তাহলে ডেইলি বাংলাদেশ সরকার রেমিট্যান্স অর্জন করেছে সাত কোটি পাঁচ লাখ ডলার।
আজ কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য পাওয়া গেছে। হালনাগাদ প্রতিবেদনে আরো বলা হয় যে, প্রবাসীর মাধ্যমে জানুয়ারি মাসে বাংলাদেশ ২১৮ কোটি ৫২ লাখ ৩০ মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে। অন্যদিকে রেমিটেন্স যোদ্ধারা ডিসেম্বর মাসে দেশে ২৬৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে।
স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এটা ছিল সর্বোচ্চ রেকর্ড। কেননা এর আগে এক মাস বা ৩০ দিনে এত রেমিটেন্স পায়নি বাংলাদেশ সরকার। যদি তুলনা করা হয় জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংক কিছুটা কম রেমিট্যান্স অর্জন করে।
বাংলাদেশে যেসব রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক রয়েছে তাদের মাধ্যমে জানুয়ারি মাসে আমরা ১১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার পেয়েছি। তাছাড়া দেশে যেসব বিশেষায়িত ব্যাংক কার্যকর রয়েছে তাদের মাধ্যমে ১১ কোটি ডলার পাওয়া যায়। আর 155 কোটি 15 লাখ মার্কিন ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। বিভিন্ন বিদেশী খাত থেকে ব্যাংকগুলো পেয়েছে ৬৪ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশে ব্যাংক আরও জানায়, ২৬ থেকে ৩১ জানুয়ারি প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার। জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ১২ থেকে ১৮ জানুয়ারি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪০ কোটি ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বছরের প্রথম ৪ দিনে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।