জানেন আজকে (১ জুন, ২০২৪) দেশের কোথায় কী?

দেশের কোথায় কী

জুমবাংলা ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। আর তাই আজ ১ জুন (শনিবার) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, তা জেনে নিতে পারেন।

দেশের কোথায় কী

তো আর দেরি নয়; এবার চলুন জেনে নিই আজ ১ জুন (শনিবার) কোথায় কী?

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি: সকাল সাড়ে ৮টায় মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪- এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এরপর বিকেল ৪টায় স্বামীবাগ লোকনাথ মন্দিরে তিরোধান দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি: মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি: ২য় ঢাকা নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন শীর্ষক আলোচনা সভা’ এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি: গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে এনআইএলজিতে এ কর্মসূচি শুরু হবে।

প্রাণিসম্পদমন্ত্রীর কর্মসূচি: বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ পালন এবং ৫০ জন ডেইরি আইকনের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। বেলা ১১টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হবে।

নাগরিক ঐক্যের কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা করবে নাগরিক ঐক্য। বিকেল ৩টায় ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি-গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ।

জেনে নিন আজকের (১ জুন, ২০২৪) নামাজের সময়সূচি