বিনোদন ডেস্ক : বিয়ে না করলেও সালমান কিন্তু তার পরিবার এবং কাছের মানুষদের প্রতি সব সময়ই একটু বেশি করেই ভাবেন। ব্যস্ততার বাহিরে সালমান খান তার পরিবারের প্রত্যেককে সব সময় আগলে রাখেন। আর তাদের সুবিধার জন্য চটপট কিনে ফেলেন এক একটি দামি বিলাসবহুল বাড়ি, গাড়ি।
যেমন পানভেলের বাগান বাড়ি হোক কিংবা একাদিক দামি গাড়ি, শখ মেটানোর পর্বে সালমান খান কিন্তু বলিউডে অনেক তারকার চেয়ে একটু বেশিই এগিয়ে। অনেকেই জানে না সালমানের বিলাসবহুল বাড়ি, গাড়ির তালিকায় কি কি রয়েছে?
জানা যাচ্ছে, মুম্বাইয়ের গরাই সৈকতে সালমান খানের একটি বাড়ি রয়েছে। যে বাড়িতে ৫টি ঘরের পাশাপাশি রয়েছে সুইমিং পুল, জিমসহ আরও অনেক কিছু। গরাই সৈকতের এই বাড়ির দাম কমপক্ষে ১০০ কোটি।
মুম্বাইয়ের পানভেলে আরও একটি বাগান বাড়ি রয়েছে সালমান খানের। যার দাম ৮০ কোটি। ব্যান্দ্রায় ১৬ কোটির একটি ফ্ল্যাট রয়েছে বলিউড ভাইজানের। পাশাপাশি ৩ কোটির একটি ‘সি প্লেন’ রয়েছে সালমান খানের।
এছাড়া বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ বেঞ্জ-এর মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে সালমান খানের গ্যারেজে।
এছাড়া বিয়িং হিউম্যান নামে সালমান খানের একটি সংস্থা রয়েছে। এই মুহূর্তে যার মূল্য কমপক্ষে ২৩৫ কোটি। এসবের সঙ্গে সালমান খানের একটি প্রযোজনা সংস্থাও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।