জাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তি করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় দেশটির ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে তিনি দেশটির ওপর ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করার হুমকি দিয়েছিলেন। অর্থাৎ জাপান মোট ১০ শতাংশ শুল্ক কমাতে পেরেছে। খবর দি গার্ডিয়ান
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মাত্র জাপানের সঙ্গে একটি বড় চুক্তি করলাম। আমার নির্দেশনায় জাপান বিনিয়োগ করবে। তাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ হবে ৫৫০ বিলিয়ন ডলার। এতে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।’
ট্রাম্প আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি, ট্রাক, চাল ও অন্যান্য কৃষিজাত পণ্যের জন্য বাজার উন্মুক্ত করবে জাপান।
চুক্তি অনুযায়ী, মার্কিন পণ্যে জাপান কী পরিমাণ শুল্ক আরোপ করেছে তা এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত জাপান, যুক্তরাজ্য, ভিয়েতনাম, ফিলিপাইনস ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি করেছে। অন্য দেশগুলোর সঙ্গে চুক্তির বিষয়ে তাদের আলোচনা চলছে।
চুক্তি সম্পন্ন না হলে আগামী ১ আগস্ট থেকে জাপানের রপ্তানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হতো। তবে জাপানের নির্মিত গাড়ির ওপর আগে থেকেই ২৫ শতাংশ শুল্ক বহাল ছিল। স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানিতেও জাপানকে ৫০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। তবে নতুন চুক্তির আওতায় গাড়ির ওপর শুল্কের হার ১৫ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, ‘গাড়ি ও গাড়ির যন্ত্রাংশে আরোপিত শুল্ক কমানোর ক্ষেত্রে জাপানই প্রথম সফলতা পেল। গাড়ি রপ্তানির সংখ্যা নিয়েও কোনো সীমা বেঁধে দেয়নি যুক্তরাষ্ট্র।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।