আন্তর্জাতিক ডেস্ক : অতিবেগুনী রশ্মির সংস্পর্শে উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটাতে পারে এমন এক ধরনের নতুন খনিজ পদার্থ আবিষ্কৃত হয়েছে জাপানে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের সর্বউত্তরের জেলা হোক্কাইদোতে আবিষ্কৃত হয়েছে নতুন এ খনিজ।
টোকিওর অদূরের সাগামি রাসায়নিক গবেষণা ইনস্টিটিউট এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এটি আবিষ্কার করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই খনিজটি হচ্ছে, কার্বন এবং হাইড্রোজেনের মতো উপাদান সমৃদ্ধ এক ধরনের জৈব খনিজ পদার্থ, যা জীবিত প্রাণীসত্ত্বায় পাওয়া যায়।
দেখা গেছে, প্রাকৃতিক আলোর নিচে এই খনিজটি হালকা হলুদ রঙের দেখালেও, অতিবেগুনী রশ্মির সংস্পর্শে এলে, এটি উজ্জ্বল হলুদ বা হলুদাভ সবুজ আলোর বিচ্ছুরণ ঘটায়।
গবেষণা দলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে আরও জানা গেছে, এই খনিজটি “বেনজোপাইরিন” নামে অভিহিত উপাদান দিয়ে তৈরি নতুন এক ধরনের খনিজ। পেট্রোলিয়ামের মধ্যে খুবই অল্প পরিমাণে এটি বিদ্যমান থাকে।
এদিকে আন্তর্জাতিক খনিজ বিজ্ঞান সমিতি “হোক্কাইডোয়েট” বৈজ্ঞানিক নামে জানুয়ারি মাসে এই খনিজটি নিবন্ধন করেছে।
সংশ্লিষ্টদের ধারণা, মাটির নিচে অবস্থানরত জীবন্ত প্রাণীসত্ত্বার অবশিষ্টাংশ আগ্নেয়গিরির কারণে উত্তপ্ত হওয়ার পরে সম্ভবত হোক্কাইডোয়েটের উৎপত্তি ঘটে। গ্রুপটি জানাচ্ছে, নতুন এই আবিষ্কার জ্বালানি তেলের উদ্ভব প্রক্রিয়ার ওপর নতুন করে আলোকপাত করতে পারে।
তবে এর ব্যবহার ও রাসায়নিক ধর্ম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি সাগামি রাসায়নিক গবেষণা ইনস্টিটিউট এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।