আন্তর্জাতিক ডেস্ক : জাপানে একটি দ্রুতগামী ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ইয়োকোহামাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ট্রেন পরিচালনাকারী সংস্থা কিকিউ কর্পোরেশন।
এ ঘটনায় ৩০ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, রাজধানী টোকিওমুখী রেলপথে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রাপ্ত ছবিতে দেখা গেছে, ট্রেনের চালকের বগির সামনের অংশের কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে গেছে এবং ট্রেনটির অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
এক যাত্রী বলেছেন, ‘কাঁচ ভাঙ্গার শব্দ ছিল ভয়াবহ। কী ঘটছে বুঝতে পারার মধ্যেই বগিটি দুমড়েমুচড়ে যায়।’
জাপানি টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, ট্রাকের চালক গুরুতরভাবে আহত হয়েছে। তবে ট্রেনের যাত্রী ও চালকের আঘাতের ধরণ গুরুতর নয়।
যোগাযোগ মন্ত্রণালয়সহ কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্ত করছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।