বিনোদন ডেস্ক : প্রীতি জিনতার সাবেক প্রেমিক হওয়ার কারণে প্রায়ই খবরে আসেন নেস ওয়াদিয়া। কিছুদিন আগে নায়িকাকে উড়োজাহাজে উঠতে না দিয়ে শিরোনাম হয়েছিলেন। এবারের খবর হলো, মাদক রাখার দায়ে তার দুই বছরের কারাদণ্ড হয়েছে। তাও দেশের বাইরে, জাপানে।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, প্রীতির সাবেক প্রেমিক ও কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম কর্ণধার জাপানের হোক্কাইডো দ্বীপের নিউ চিতোসি এয়ারপোর্টে ২৫ গ্রাম ক্যানাবিস রেজিনসহ ধরা পড়েন। এই মাদক তার পকেটে পাওয়া যায়।
কয়েক দিন আটক রাখার পর সাপোরো জেলা আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়। তবে তা পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়।
আদালতে মাদক রাখার বিষয়টি স্বীকার করেন নেস ওয়াদিয়া। সঙ্গে জানান, নিজের ব্যবহার জন্য রেখেছিলেন, অন্য কোনো উদ্দেশ ছিল না।
শিল্পপতি নাসলি ওয়াদিয়ার ছেলে ও ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী নেস ওয়াদিয়া।
জানা যায়, ছুটি কাটাতেই জাপানে গিয়েছিলেন তিনি।
পাঁচ বছর চুটিয়ে প্রেমের পর ২০১১ সালে সম্পর্কের ইতি টানেন প্রীতি ও নেস। ব্যক্তিগত সম্পর্কের ইতি ঘটলেও, এখনো কিংস ইলেভেন পাঞ্জাব ক্রিকেট দলের কর্ণধার হওয়ায় প্রায় দেখা হয় তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।