বিনোদন ডেস্ক: অবশেষে জাপানে মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির সাড়া জাগানো সিনেমা ‘আরআরআর’। শুক্রবার (২১ অক্টোবর) সিনেমাটি জাপানে মুক্তি পেয়ে ভারতীয় চলচ্চিত্র হিসেবে সর্বকালের সেরা উদ্বোধনী রেকর্ড করেছে। এর আগে এই রেকর্ডটি প্রভাসের ‘সাহো’র দখলে ছিল।
স্যাকনিল্ক ডটকমের একটি প্রতিবেদন অনুসারে, সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ১৮ মিলিয়ন ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.০৬ কোটি রুপি।
এর আগের রেকর্ডটি ছিল প্রভাসের ‘সাহো’ সিনেমার দখলে, যা এক দিনে ৯০ লাখ ইয়েন সংগ্রহ করেছিল। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, সপ্তাহ শেষে ‘আরআরআর’-এর আয় ৩.৫ কোটিরও বেশি হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
‘আরআরআর’-এর পরিচালক রাজামৌলি, রামচরণ ও জুনিয়র এনটিআরসহ গোটা টিম বর্তমানে তাদের সিনেমার প্রচারের জন্য জাপানে রয়েছেন। তাদের স্ত্রী ও পরিবারও তাদের সঙ্গে সফরে যোগ দিয়েছেন। সিনেমার প্রধান দুই তারকা রামচরণ ও এনটিআরের সাক্ষাতের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা ভক্তদের বেশ উচ্ছ্বসিত করেছে।
সিনেমাটির জাপানি ভক্তরাও টুইটারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “আরআরআর দেখেছি। বছরের সেরা উত্তেজনা বলা যায়! যদিও আমি জানি যে অত্যধিক প্রত্যাশিত সিনেমাগুলো পরবর্তী সময়ে বিপরীত প্রভাব ফেলে। তবে রাজামৌলির চলচ্চিত্রটি ব্যাপক উৎসাহের সঙ্গে এসেছে। তাই এই উৎসাহ নিয়ন্ত্রণ করা কঠিন। সিনেমাটিতে দারুণ কিছু বিষয় রয়েছে। শুরুতে একজন বনাম প্রায় ১০ হাজার মানুষের মুখোমুখি অবস্থান, মাঝখানে ঝুলন্ত দড়ি ও উদ্ধারের দৃশ্য। সেই সঙ্গে নাটু ডান্সও দারুণ!’ অন্য একজন টুইট করে জানিয়েছেন, ‘আমি চাই যে যারা একটু বিষণ্নতায় ভুগছেন, তারা ভারতীয় সিনেমা ‘আরআরআর’ দেখুন, যা আজ মুক্তি পাবে। ’
ভারতের দুই স্বাধীনতাসংগ্রামী ‘আলুরি সীতারামা রাজু’ এবং ‘কোমারাম ভীম’-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক গল্পে নির্মিত ‘আরআরআর’। এস এস রাজামৌলির পরিচালিত সিনেমাটিতে রামচরণ ও জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অস্কার মনোনয়নের দৌড়েও এগিয়ে ছিল এই ব্লকবাস্টার সিনেমাটি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।