জাপার ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির জরুরি সভা

জাপার এমপিদের শপথ

জাপার এমপিদের শপথজুমবাংলা ডেস্ক : নির্বাচন নিয়ে শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনায় জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেইসঙ্গে উত্তরের শীর্ষ নেতাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নতুন এই আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীর বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে থানা নেতাদের সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের। বিশেষ অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম। বক্তব্য রাখেন, মহানগর উত্তর সকল থানার সভাপতি/সাধারণ সম্পাদকরা।

সভাপতির বক্তব্যে মোঃ তৈয়বুর রহমান বলেন, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর অতীতের চেয়ে অধিকতর শক্তিশালী। কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টির অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। জাতীয় পার্টি নতুন উদ্যমে জি এম কাদেরের নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সুলতান আহমেদ সেলিম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে অবিচল থেকেই আমরা এগিয়ে নিয়ে যাব। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

বৈঠকে দলের কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর নেতারা, সকল থানার সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিবরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী কয়েকদিনের মধ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করার সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রতিনিধি দলের সাক্ষাৎ