Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home জাবিতে লেকপাড়ে দুই শিক্ষার্থীর গায়ে হলুদ
ক্যাম্পাস

জাবিতে লেকপাড়ে দুই শিক্ষার্থীর গায়ে হলুদ

Saiful IslamFebruary 8, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গায়ে হলুদ, বাঙালী বিয়ের সবচেয়ে বর্ণিল ও বর্ণাঢ্য পর্ব। সাধারণত এই অনুষ্ঠান পারিবারিকভাবে হয়ে থাকে। নিজ ক্যাম্পাসে এই আয়োজন সত্যিই বড় প্রাপ্তির। এমনটাই ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী মাহাথির ও মারিয়াম ছন্দার জীবনে। ব্যতিক্রমী এই আয়োজন উপহার দিয়েছে তাদের বন্ধু-বান্ধবী ও প্রিয়জনরা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) পুরানত কলা ভবনের লেক পাড়ে হিজল গাছের নিচে বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির ঘড়া ও মটকা দিয়ে তৈরি হয়েছে গায়ে হলুদের আসন। হলদে শাড়ি ও পাঞ্জাবিতে একদল তরুণ-তরুণীর ভীড়। গ্রাম বাংলার চিরায়ত হলুদের মতোই হলুদ, মেহেদি, মিষ্টান্ন, ফলমূলসহ আয়োজনের কমতি ছিল না সেখানে।

‘আমি প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী। আমার খুব ইচ্ছে ছিলো ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধুরা সেই আশা পূরণ করলো। সবাই এতো দুর থেকে আমার এই আয়োজন উপলক্ষ্যে এসেছে আমি সবার প্রতি কৃতজ্ঞ। ক্যাম্পাস খোলা থাকলে সবাইকে একসাথে পাওয়া যেত। কাছের মানুষগুলোর সাথে গায়ে হলুদ আয়োজন, এটা সত্যিই আমার জন্য অনেক বড় পাওয়া।’ এমন অনুভূতির কথাই জানালেন কনে সরকার ও রাজনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মারিয়াম ছন্দা।

ছন্দা আরও জানান, হিজল গাছের নিচটা আমার খুব প্রিয়। গায়ে হলুদের জন্য স্থানটি আমিই বাছাই করেছি। এই স্থানে ক্যাম্পাস জীবনে অনেক সময় কাটিয়েছি। তাই জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের স্মৃতিও এখানে থাকলো।

বর ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহাথির মুহাম্মদ। ক্যাম্পাসেই নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছেন। অনুভূতি জানতে চাইলে বলেন, ‘ভর্তির পর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলন সংগ্রামে আমি ছিলাম সরব। তাই এই ক্যাম্পাসের সাথে আমার সম্পর্ক গভীর। আজ সেখানেই জীবনের একটা বড় কাজ সম্পন্ন হলো। খুবই চমৎকার অনুভূতি আমার।’

উপস্থিত থাকা মাহাথিরের মা বলেন, ’আমার ছেলে, মেয়ে ও হবু বৌ মা তিনজনই এখানের শিক্ষার্থী। মেয়ের ও ছেলের বন্ধু-বান্ধবীরা সব এখানে। তিনজনের ঠিকানা যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই এখানে আয়োজন করা হয়েছে। এটা আমার কাছেও ভালো লেগেছে।’

তিনি আরও জানান, ‘এই নিয়ে ক্যাম্পাসে গতকাল থেকেই প্রস্তুতি চলছে, এই আয়োজন বাড়ি থেকে ভিন্ন হলেও এর হৃদ্যতা আমাকে মুগ্ধ করছে। আমার চাওয়া একটাই দুইজন সুখী হোক ও পড়াশুনা করে নিজেদের যোগ্যতা বৃদ্ধি করে ভবিষ্যতে আরও বড় হোক।’

কনের ভাতিজা রাফিন। সে অষ্টম শ্রেণীতে পড়ে। ছোট থেকে ঘরোয়া পরিবেশে গায়ে হলুদ দেখে আসছে সে। ফুপির ভিন্নরকম গায়ে হলুদে বিমোহিত সে। আগেও এই ক্যাম্পাসে এসেছে। কিন্তু আজকের আয়োজন তার কাছে সম্পূর্ণ নতুন। মুক্ত প্রকৃতিতে গায়ে হলুদের অনুষ্ঠান মন ছুয়েছে তার।

ভিন্নরকম এই আয়োজকদের একজন আসাদুল্লাহ আল গালিব। সে জানায়, ‘ক্যাম্পাসে গায়ে হলুদ আগেও দেখেছি। কিন্তু বন্ধ ক্যাম্পাসে এই আয়োজন আনন্দের মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। জাবি নিজেই একটা পরিবার। তাই এটা পরিবারের সদস্যদেরই উৎসব। স্মৃতিবিজড়িত এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে গায়ে হলুদের অনুষ্ঠান আামাদের মধ্যকার সৌহার্দের ও ভালোবসার প্রতিচ্ছবি।’

ক্যাম্পাসে গায়ে হলুদের পর ১১ তারিখ উভয়ের পরিবারিকভাবেও গায়ে হলুদ হবে। ১২ তারিখ বিয়ের অনুষ্ঠান হবে মিরপুর কনের বাড়ি। আর বৌ ভাত হবে মাহাথিরের বাড়ি লক্ষ্মীপুর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
শহীদ আবরার ফাহাদ ও ওসমান হাদি

বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবনের নাম ঘোষণা

December 23, 2025
হাদির মৃত্যুতে বেরোবি উপাচার্যের গভীর শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বেরোবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

December 19, 2025
রাবির দ্বাদশ সমাবর্তন

আজ রাবির দ্বাদশ সমাবর্তন, অংশ নিচ্ছেন প্রায় ৬ হাজার শিক্ষার্থী

December 17, 2025
Latest News
শহীদ আবরার ফাহাদ ও ওসমান হাদি

বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবনের নাম ঘোষণা

হাদির মৃত্যুতে বেরোবি উপাচার্যের গভীর শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বেরোবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

রাবির দ্বাদশ সমাবর্তন

আজ রাবির দ্বাদশ সমাবর্তন, অংশ নিচ্ছেন প্রায় ৬ হাজার শিক্ষার্থী

চবিতে শিবির

চবিতে শিবির ধর-জবাই কর স্লোগান দিলেন যুবদল নেতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবির কাছে পীরগঞ্জ আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার হস্তান্তর

বেরোবি

বেরোবিতে ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ব্রাকসুর মনোনয়নপত্র দাখিল

ব্রাকসুর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নোটিশ ছাড়াই উধাও কমিশন

বেরোবি শিক্ষার্থী পরিষদ

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে শিবিরের প্যানেল ঘোষণা

বেরোবি

ছাত্রদলের সমালোচনা করে পোস্ট, বেরোবি ছাত্রদল নেত্রীর মামলার হুমকি

ব্রাকসু নির্বাচন

ব্রাকসু নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.