জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম তাকিয়া তাসনিম বিভা (১৯)। তিনি বীরপ্রতীক তারামন বিবি হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাকিয়ার গ্রামের বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালীতে, এবং তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান।
রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে হলের ৭০০৫ নম্বর কক্ষে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা। পরে দরজা ভেঙে তাকে নিচে নামানো হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শিউলি আক্তার জানান, ভোর ৪টা ৪৬ মিনিটে একটি অচেনা নম্বর থেকে ফোন পেয়ে তাকিয়ার রুমে যান। দরজা ধাক্কা দিয়ে না খোলায় অন্যদের ডেকে দরজা ভাঙা হয়। ভেতরে গিয়ে দেখা যায়, তাকিয়া ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। অন্য আরেক শিক্ষার্থী উম্মে মারিয়াম জানান, তারা তাকিয়াকে নিচে নামিয়ে দেখেন তার শরীর ঠান্ডা হয়ে গেছে। তবে গলায় ফাঁসের দাগ ছিল না।
নিহতের মামা মনির হোসেন বলেন, ভোর সাড়ে ৫টায় খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তাকিয়ার বাবা-মা মাগুরা থেকে সাভারে রওনা দিয়েছেন।
পুলিশের ডিউটি অফিসার মাসুদ বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করেছি। পরিবারের অনুমতি পেলে ময়নাতদন্ত করা হবে। অনুমতি না পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সহপাঠীদের ধারণা, তাকিয়া ভিডিও কলে তার বয়ফ্রেন্ডকে রেখে আত্মহত্যা করেছেন। পুলিশ তার রুম থেকে ডায়েরি, ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করেছে।
তাকিয়া নিয়মিত হলে থাকতেন না এবং তার রুমমেটরাও অনুপস্থিত ছিলেন। ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বন্দুক ঠেকিয়ে সরকারি চাকরিজীবীকে অপহরণের পর বিয়ে, অত:পর যা হলো….
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।