লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ জামায়াতে ইসলামি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আর আওয়ামী লীগ ২০২৪ সালে ছাত্র-জনতার বিরুদ্ধে নির্বিচারে মানুষ হত্যা করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, আগামী সংসদ যে দলই ক্ষমতায় আসুক না কেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি যোগ্য ও সৎ প্রার্থী বিল্লাল মিয়াজিকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নিয়মিত নামাজ, আল্লাহ-রাসুলের প্রতি ভালোবাসা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ দেন।
তিনি আরও জানান, বিএনপির সঙ্গে নির্বাচনে জোট নিয়ে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে এই আসনে বিল্লাল মিয়াজিকে প্রার্থী করার বিষয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।