জুমবাংলা ডেস্ক : সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ এপ্রিল) সকালে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমীর সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর বলেন, কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগন মানবে না। তাই নারী সংস্কার কমিটি বাতিল করতে হবে।
জামায়াত আমির বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকারঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। প্রাকৃতিক নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। তবে কোনোভাবেই যাতে এপ্রিল পার না হয়।
জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে।
তাই সরকারকে জনবিরোধী কোনো কাজ না করার আহ্বান জানান জামায়াত আমির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।