বগুড়ার সদরে মাদকসেবীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ফরহাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ফরহাদ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফরহাদ হোসেন এরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও জুলাইযোদ্ধা। স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবীদের কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার বাম হাত ভেঙে যায়।
আহত ফরহাদ হোসেন জানান, প্রবাসী এক প্রতিবেশীর ছেলে সৌরভকে মাদকসেবীদের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করায় তিনি এ হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তার পকেটে থাকা প্রায় ৩৪ হাজার টাকা লুট করে নেয় বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের সহসাধারণ সম্পাদক শাফিউল আলম শাখিল বলেন, “এ হামলা পরিকল্পিত। সেলিম নামে এক ব্যক্তি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও জুয়ার একাধিক অভিযোগ রয়েছে।” তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
অভিযুক্ত সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।