Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারীন হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাইয়ে বাতিল হয় ওই প্রার্থীর মনোনয়নপত্র।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুরে পঞ্চম ধাপের নির্বাচনে দেওয়ানগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারীন হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়া মেয়র পদে ভোটারের সমর্থন ভুয়া প্রমাণিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান বেলালের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।