
জুমবাংলা ডেস্ক : জামালপুরের ইসলামপুরে ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- একই উপজেলার পার্থশী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের আহসান আলীর ছেলে কালা মিয়া, জুব্বার খানের ছেলে এনামুল হক, বাইলে মিয়ার ছেলে শাহ জামাল, পলবান্ধা ইউনিয়নের বাটিকিমারী গ্রামের কুদ্দুছের ছেলে জবেদ আলী. গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরের আখের আলীর ছেলে মহিজল ও প্রজাপতি চরের কুদ্দুছ মোল্লার ছেলে বিল্লাল হোসেন।
ইসলামপুর হাসপাতালের চিকিৎসক ইসরাত জাহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। ওই সময় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহত হন।
এদিকে ঝড়ের পর থেকে জামালপুর জেলা শহর ও উপজেলা সদরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


