বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদী মিছিলে সমর্থন জানিয়েছিলেন। যার জেরে সরকারি প্রকল্প বেটি বাঁচাও-বেটি পড়াও থেকে বাদ পড়তে হলো অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। জামিয়া কাণ্ডের প্রতিবাদে পরিণীতি টুইট করেছিলেন, দেশের নাগরিকরা নিজের মতামত পেশ করতে গিয়ে যদি এরকম ঘটনার শিকার হন, তাহলে নাগরিকত্ব সংশোধনী আইনের কথা ভুলে যান।
বরং, এরকম কোনও বিল পাশ করুন, যাতে আমাদের দেশকে আর গনতান্ত্রিক না বলা হয়। প্রতিবাদ করার জন্য যদি নির্বিচারে নির্দোষ মানুষদের এভাবে মারা হয়, তাহলে বলব আমাদের দেশ আরক গণতান্ত্রিক রইল না। পরিণীতি এই টুইটের পরই শোনা যায়, তাঁকে বেটি বাঁচাও-বেটি পড়াও-এর প্রচারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে বাদ দেওয়া হয়েছে।পরিণীতি জন্মস্থান হরিয়ানার প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সিং সূরজেওয়ালা পরিণীতির এই ইস্যুতে সরব হয়ে বলেছেন, “ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে পরিণীতিকে সরিয়ে দিয়ে কারও কণ্ঠরোধ করা যাবে না।”
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির পাশাপাশি দেশের বাণিজ্যনগরী মুম্বাই উত্তাল। হাজার হাজার লোক ক্রান্তি ময়দানে জমায়েত হয়েছিল বৃহস্পতিবার। আমআদমির সঙ্গে প্রতিবাদী স্বর তুললেন বলিউড তারাকারও। এদিন CAA ও NRCর প্রতিবাদে পথে নামেন রাহুল বোস, সুশান্ত সিং, ফারহান আখতার, হুমা কুরেশি, স্বরা ভাস্কর, জোয়া আখতার, রাকেশ ওমপ্রকাশ মেহেরা-সহ আরও অনেকে। মিছিলের পুরোভাগে বলিউড তারকারা।
এযাবৎকাল হয়তো গোটা দেশ বলিউড তারকাদের এরকম প্রতিবাদ দেখেনি। সেই মিছিলেরই সমর্থন জানিয়ে একটি টুইট করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। যার জেরে তাঁকে বেটি বাঁচাও-বেটি পড়াও-এর প্রচার থেকে বাদ দেওয়া হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।