আন্তর্জাতিক ডেস্ক : পিৎজা খাওয়ার আসক্তি কতো ভয়াবহ হতে পারে, সেটির উদাহরণ খুঁজতে যেতে হবে জার্মানিতে। কারণ- দেশটি ডুসেলডর্ফ শহরে এক বিশেষ বেস্ট সেলিং পিৎজা বিক্রি হচ্ছে। তবে, এই পিৎজা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। কেননা, এটি তৈরিতে দেয়া হয়েছে ভয়ঙ্কর মা-দক ‘কো-কে-ন’। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কোকেন দিয়ে তৈরি এই পিৎজা বিক্রির অভিযোগে রেস্তোরাঁ মালিকসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর ‘পিৎজা নম্বর ৪০’ নামের মেনু আইটেমটিতে পিৎজার সঙ্গে কোকেন সরবরাহ করা হতো। এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া পিৎজাগুলোর একটি ছিল।
রেস্তোরাঁ মালিক তার বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ভর্তি মা-দক জানালা দিয়ে ছুঁড়ে ফেলেন। তবে ব্যাগটি পুলিশের হাতেই গিয়ে পড়ে। লুকিয়ে রাখা সেই ব্যাগে দেড় কেজি কো-কে-ন, গাঁ-জা এবং নগদ ২ লাখ ৯০ হাজার ৩শ’ ৭৮ মার্কিন ডলার ছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।