জার্মান কাপের চ্যাম্পিয়ন লাইপজিগ

লাইপজিগ

স্পোর্টস ডেস্ক: শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে সামনে ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে দাপুটে খেলে টানা দ্বিতীয়বারের মতো জার্মান কাপের চ্যাম্পিয়ন হলো লাইপজিগ।

লাইপজিগ

শনিবার (৩ জুন) রাতে প্রতিযোগিতার ফাইনালে দারুণ পারফরম্যান্সে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে লাইপজিগ। ম্যাচে এনকুনকুর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দমিনিক সোবোসলাই।

ম্যাচে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল লাইপজিগ। তবে প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে ডেডলক ভাঙেন এনকুনকু।

ফরাসি এই মিডফিল্ডারের গোলের পর ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোসলাই। সেই গোলেও ছিল এনকুনকুর অবদান। তার নিচু হয়ে আসা পাস ডান পায়ের শটে জালে জড়ান সোবোসলাই।

এদিন ম্যাচে ৫৮ ভাগ বল দখলে রেখে মোট ১২টি শট নেয় লাইপজিগ, যার তিনটি ছিল লক্ষ্যে, দুটি হয়েছে গোল। অন্যদিকে ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে ফ্রাঙ্কফুর্ট, তবে জালের দেখা পায়নি তারা।

কোহলিরা ফাইনালের আগে দেখলেন আরেক ফাইনাল