আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত দুই থেকে তিন কেজি ওজনের এই মাছ ধরা পড়ে। প্রতি কেজি দুইশ’ থেকে আড়াইশ’ রুপিতে বিক্রি হয়। আর সেই মাছ যদি ৭৮ কেজি ওজনের হয় তাহলে চোখ তো কপালে ওঠার জোগাড়!
ভারতের পশ্চিমবঙ্গের ক্যানিঙের মাতলা নদী শুক্রবার বিকেল ৫টার দিকে চিংড়ি মাছ ধরার জালে জড়িয়ে যায় মাছটি।
স্থানীয়দের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, মাছটির নাম কৈভোলা। এই মাছ মাতলা নদীতে প্রায়ই ধরা পড়ে। তবে এত বড় আকারের মাছ আগে কখনো ধরা পড়েছে বলে মনে করতে পারছেন না স্থানীয় মাছ ব্যবসায়ীরা।
ক্যানিঙ মাছ বাজারে মাছটি নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে। মাছটি দেখতে দলে দলে লোক আসতে শুরু করে। সঙ্গে ছিল সেলফি তোলার হিড়িক।
রাত ৯টা পর্যন্ত মাছটি দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায় অতিকায় এই মাছের ছবি।
তবে মাছটি বিক্রি করা যাবে না বলেই জানিয়েছে বন দপ্তর। বন দপ্তরের কর্মীরা মাছটিকে বাজেয়াপ্ত করেছে। মাছটি বাজেয়াপ্ত হওয়ার পর থেকে আর কাউকেই তার সঙ্গে সেলফি নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
কেন মাছটিকে বাজেয়াপ্ত করা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বন দপ্তরের কর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।