জুমবাংলা ডেস্ক : সম্প্রতি, ‘জাল নোট সহ জামাত নেতা গ্রেপ্তার।’ শীর্ষক শিরোনামে ‘Daily Morning 24’ নামে একটি ফেসবুক পেজের ডিজাইন সম্বলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে, যা সত্যি নয় বলে জানিয়েছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
সোমবার (৬ জানুয়ারি) এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার জানায়, জাল নোট সহ জামায়াত নেতা গ্রেপ্তার দাবিতে ডেইলি মর্নিং ২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরঞ্চ একই অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার সম্পর্কিত সংবাদের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তাছাড়া, গণমাধ্যমে জাল নোট সহ কোনো জামায়াত নেতা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে Daily Morning 24 এর নাম এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৯ ডিসেম্বর, ২০২৪ উল্লেখ করা রয়েছে।
ফটোকার্ডটির সূত্র ধরে ডেইলি মর্নিং ২৪-এর ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, ফেসবুক থেকে গত ২৯ ডিসেম্বর প্রকাশিত ভিন্ন শিরোনামে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির অনুরূপ একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। তবে এতে শিরোনাম হিসেবে ‘জা’ল নোট সহ মসজিদের ইমাম গ্রে’প্তার’ বাক্য দেখা যায়।
এছাড়া, ডেইলি মর্নিং টুয়েন্টি ফোর কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও রয়েছে।
অর্থাৎ, এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনামের স্থলে ‘জাল নোট সহ জামাত নেতা গ্রেপ্তার।’ শীর্ষক বাক্য প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, কুমিল্লার মেঘনা উপজেলায় ১ লাখ ১০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বৈদ্যনাথপুর সিবনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।