জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’র মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা জাহারা মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলায় তার ‘প্রেমিকার নাম কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বইয়ের মোড়ক উন্মোচন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানান জাহারা মিতু। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আমার আদর্শ, আমার শ্রদ্ধাভাজন।’ আমি চিরকৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট।’
দেশ প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে জাহারা মিতুর প্রথম কাব্যগ্রন্থ। এ সময় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়াও উপস্থিত ছিলেন।
এদিকে, বইমেলায় ছাত্রলীগের স্টল পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি যতই বিশৃঙ্খলা তৈরি করুক না কেন, আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গণতন্ত্র নিশ্চিত করবে।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, ‘বিএনপির সব কর্মসূচির উদ্দেশ্যই হলো গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা, তারা যতই বিশৃঙ্খলা তৈরি করুক না কেন, আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গণতন্ত্র নিশ্চিত করবে।’
এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফুল দিতে এসে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান চলে না, শহীদ মিনারে হিরো আলম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।