বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। শিল্পীদের মধ্যেই এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ উদ্দিপনা রয়েছে। এবারের নির্বাচনে অংশ নিতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।
এরই মধ্যে তিনি যোগ দিয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খানদের প্যানেলে। মৌসুমী সেখানে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন। যদিও গতবারের নির্বাচনে জায়েদ খানের সাথে সম্পর্ক ছিল দা-কুমড়ো। তবে দু’বছর পরে ঠিক ভিন্ন চিত্র। নাম প্রকাশ না করার শর্তে দেশের একটি অনলাইন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন প্যানেলটির দায়িত্বশীল একটি সূত্র।
শুক্রবার রাতে একজন জানান, মিশা-জায়েদ খানের প্যানেলে নির্বাচন করছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে তাকে কোন পদ দেওয়া হবে তা নিয়ে মোটেও কোন বিতর্ক নেই। তিনি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এখানে জায়েদ খানের সঙ্গে মৌসুমীকে দেখা গেছে বিভিন্ন আলাপচারিতায়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালেও জায়েদ খান বলেন, ‘আমাদের প্যানেলে চমক থাকছে। তাৎক্ষণিকভাবেই চমক হিসেবে চিত্রনায়িকা সিমলাকে হাজির করালেও বললেন আসল চমক পরে দেব।
‘তবে শুধু মৌসুমী নয়, মিশা-জায়েদ প্যানেলে আরেক জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও রয়েছেন। শুক্রবারের সাধারণ সভায় তার নাম সামনে আনা হয়। তিনি নির্বাচনে লড়বেন বলেও জানানো হয়। তবে সিমলা কোন পদে লড়বেন তা জানানো হয়নি।
দিকে বহু বছর পর আবারও শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি সভাপতি পদে লড়বেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়া এই প্যানেলে চিত্রনায়ক সাইমন সাদিক, ইমন এবং নিরবও রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।