বিনোদন ডেস্ক: গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আলোচিত এ নির্বাচনে এবার সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। তবে কাঞ্চনের প্যানেল থেকে ভোট কারচুপির অভিযোগ তোলা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টায় ইলিয়াস কাঞ্চন নিজে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে আপিল করেছেন।
ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাতেই আমরা ভেবেছিলাম ভোটে কারচুপি হবে। অবশেষে তাই হলো। ২৬টা ভোট বাতিল হয়েছে যার মধ্যে ১৬টা ভোটই নিপুণের। এই ভোটগুলো কেন বাতিল হলো তা আমাদের জানানো হয়নি। নিপুণ জায়েদের সঙ্গে হেরেছে মাত্র ১৩ ভোটে। ঐ ১৬টা ভোট বাতিল না হলে নিপুণই হতো সাধারণ সম্পাদক। ’
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘আমার কাছে নির্বাচন পাতানো খেলা মনে হয়েছে। চলচ্চিত্রের ১৮ সংগঠনের ১৭ সংগঠনই এফডিসি ঢুকতে পারেনি। গুণী পরিচালকরাও এফডিসির গেটে এসে অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা। তাতেও একটা পক্ষের মন গলেনি। আমি এই সব নোংরামি পছন্দ করি না কখনো। আমার বিশ্বাস আপিল বোর্ড সততার সঙ্গে তাদের কাজ করবেন। সঠিক ফলাফল প্রকাশ করবেন। ’
কে কত ভোট পেলেন:
সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১), সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১), সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৯৬), সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২), সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪), আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)। দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩), কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)
কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৫ টায়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টা পর্যন্ত ভোট গণনা শেষে নির্বাচনে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।
বিচ্ছিন্ন কিছু অভিযোগ এলেও বেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোট ঘিরে দিনভর শিল্পীদের মেলা বসেছিল এফডিসিতে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার শিল্পী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।