বিনোদন ডেস্ক : জায়েদ খান ভুয়া কাগজ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী সাদিয়া মির্জা।
এ চিত্রনায়িকা ক্ষোভ ঝেড়ে বলেন, জায়েদ খানকে তার কর্মের ফল পেতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সাদিয়া মির্জা এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।
তিনি বলেন, জায়েদ খান নকল কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন। কাজটি তিনি মোটেও ঠিক করেননি। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। তার কাজে বাংলাদেশের মানুষ ছি ছি করছেন। আমাদের চলচ্চিত্রের জন্য এটি অত্যন্ত লজ্জার বিষয়।
সমিতি থেকে বাদ পড়া সদস্যদের ব্যাপারে সাদিয়া মির্জা বলেন, শুধু আমি একা নই, ১৮৪ জন শিল্পীর সঙ্গে অন্যায় করা হয়েছে। ১৮ সংগঠনের স্লোগান ছিলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমরা রুখে দাড়িয়েছি। জায়েদ খানের অন্যায়ের কারণেই তাকে ভুগতে হবে। তার কর্মফল তাকে পেতে হবে। এটাই জগতের নিয়ম।
তিনি আরও বলেন, হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন। রায়ের কপি আমাদের কাছে আছে। সবসময় সত্যেরই জয় হয়। আশা করি, নতুন কমিটি আমাদের সদস্যপদ ফিরিয়ে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।