Advertisement
নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক এসআইয়ের করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত এসআইয়ের সংস্পর্শে আসা সংশ্লিষ্ট থানার আরো ১৫ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোমবার রাতে (১৩ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন জানান, জিএমপির গাছা থানায় কর্মরত ওই এসআই যে বাসায় থাকেন, ওই বাসার একজন করোনায় আক্রান্ত।
পরে ওই বাসায় থাকা এসআইসহ অন্যদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর এসআইসহ বাসার তিন জনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। তাদের বাসাতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।