নিজস্ব প্রতিবেদক: আজ ভোরে বাড়ি থেকে তুলে নেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ।
রাজধানীর মিন্টো রোডে গণমাধ্যমকে তিনি বলেন, ‘তাদের (ফখরুল ও আব্বাস) গ্রেপ্তার করা হয়নি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।’
হারুন বলেন, ‘তারা এখনও ডিবি কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।’
এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘যদি আমরা প্রয়োজন মনে করি তাহলে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারি। দুই দিন আগে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল, সেসময় কমপক্ষে ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছিল। আমরা তাদের সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকালের আলোচনায় বিএনপি ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম প্রস্তাব করেছিল, কিন্তু আমরা বাংলা কলেজ মাঠের প্রস্তাব দিয়েছিলাম। কারণ ক্রিকেট ম্যাচের জন্য স্টেডিয়ামে কৃত্রিম ঘাস বিছানো রয়েছে, যা নষ্ট হয়ে যাবে।’
ডিবি প্রধান হারুন আরও বলেন, ‘বাংলা কলেজ মাঠ অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। কিন্তু বিএনপির কয়েকজন নেতা এখন গোলাপবাগ মাঠের কথা বলছেন, যা বৈঠকে আলোচনা হয়নি।’
শুক্রবার ভোররাতে বিএনপি দাবি করে যে, সাদা পোশাকের পুলিশ রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাড়ি থেকে তুলে নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।