স্পোর্টস ডেস্ক: ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দলে যোগ হয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
টেস্টের ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি মিশনে নামছে টাইগাররা। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও ব্যাটিংয়ের জন্য ভুগতে হতে পারে বাংলাদেশকে। হার্ডহিটার ব্যাটার না থাকায় বিশাল পুঁজি পাওয়ার সম্ভাবনা কম বাংলাদেশের। তবে টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করেন, জেতার জন্য বিশাল পুঁজির দরকার নেই।
সেন্ট লুসিয়ায় সাংবাদিকদের সিডন্স বলেন, ‘টেস্ট ম্যাচ ভালো যায়নি আমাদের। তবে আমি এখন টি-টোয়েন্টিতে ফোকাস করছি। আমি আসার পর কেবল দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেখেছি খেলোয়াড়দের। কাজেই আমার এই জায়গায় বেশি সময় পাওয়া হয়নি, মতামত দেওয়ার মতো অবস্থা হয়নি। তবে জানি বেশ কিছু ভালো খেলোয়াড় আছে, দেখা যাক তিন ম্যাচে কী হয়। ’
দলে হার্ডহিটার নেই। ব্যাটিং কোচের মতে শারীরিক আকৃতিও এর অন্যতম কারণ, ‘জাতি হিসেবে এখানে অনেক বড় (শারীরিক আকৃতিতে) খেলোয়াড় নেই। যেমন জস বাটলার ৬ ফুট দুই ইঞ্চি (আসলে ৫ ফুট ১১ ইঞ্চি), গ্লেন ম্যাক্সওয়েল ৬ ফুট ২ ইঞ্চি (আসলে ৫ ফিট ৯ ইঞ্চি), মার্কার স্টয়নিসও দীর্ঘদেহী। আমাদের অন্য উপায় বের করতে হবে। ’
বোলিং দিয়ে হার্ডহিটারের অভাব ঘোচানোর ভাবনা সিডন্সের, ‘আমাদের খুব ভালো বোলিং লাইনআপ আছে, আমার মনে হয় না টি-টোয়েন্টিতে জেতার জন্য আমাদের বিশাল পুঁজি সংগ্রহ করতে হবে। আমাদের ভালো একটা স্কোর দাঁড় করালেই হবে। সিঙ্গেল গুরুত্বপূর্ণ, তবে বাউন্ডারি অবশ্য টি-টোয়েন্টিতে ম্যাচ জেতায়। বেশি বাউন্ডারি হলে বেশি ম্যাচ জেতা হয়। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।