জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘সাথীহারা’ ছবিতে নায়িকা হিসেবে দ্বিতীয় মুখ্য চরিত্রে দেখা যায় আরও এক অভিনেত্রীকে। তাঁর নাম মেঘনা হালদার। ছবিতে টলিউড সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করেন তিনি।
ছোট পর্দা থেকে উঠে আসা অভিনেত্রী মেঘনা হালদার। টেলিভিশনে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। কেবলমাত্র ছোট পর্দার ধারাবাহিকেই নয়, অভিনেত্রী মেঘনা হালদার অভিনয় করছেন বড় পর্দাতেও। অভিনেতা জিতের সঙ্গে ‘সাথীহারা’ ছাড়াও তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘স্বপ্ন’ ছবিতে।
কখনও মুখ্য চরিত্রে আবার কখনও পার্শ্বচরিত্রে অভিনয় করেন মেঘনা হালদার। দর্শকের কাছে অত্যন্ত পরিচিত মুখও হয়ে ওঠেন।
বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না মেঘনা হালদারকে। যদিও গত বছর ‘অবলম্বন’ নামে একটি ছবিতে অভিনয় করেন তিনি। স্ক্রিন শেয়ার করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, লিলি চক্রবর্তীদের সঙ্গে।
পর্দায় খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন মেঘনা হালদার। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো।
নানা সময়ে নান বিষয়ে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে দেখা যায় মেঘনা হালদারকে। কখনও প্রিয় পোষ্যর সঙ্গে সময় কাটানোর ভিডিও পোস্ট করেন। কখনও আবার কোনও গান কিংবা ডায়লগে ঠোঁট মেলান।
ইনস্টাগ্রাম রিল তৈরি করতে যে অভিনেত্রী বেশ পছন্দ করেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই বোঝা যায়। নানা মজাদার রিলও তৈরি করেন মেঘনা হালদার। সময় পেলেই টুক করে বেড়াতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। কিছুদিন আগেই মন্দারমনি ঘুরতে গিয়ে নানা ভিডিও শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে।
নেট দুনিয়ায় অভিনেত্রীর পোস্ট করা ছবি কিংবা ভিডিওতে লাইক কমেন্টে ভরান নেট নাগরিকরা। তাঁকে পর্দায় কেন বেশি দেখা যায় না, সে কথাও জানতে চান তাঁরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।